ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট সংক্রান্ত চুক্তিনামা
পরিষেবা প্রদানকারী
HostBuzz: পরিষেবা যে প্রদান করছে ও আপনি যার সাথে চুক্তি করছেন:
HostBuzz বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত
নুজুমু নিকেতন, আলী বর বাড়ী
পূর্ব গাটিয়া ডেঙ্গা, সাতকানিয়া, চট্টগ্রাম
বাংলাদেশ
১. প্রেক্ষাপট
১.১. এখানে ডেভেলপার ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, অনলাইন সফটওয়্যার তৈরী ও সংশ্লিষ্ট ব্যবসায় নিয়োজিত এবং অভিজ্ঞতা সম্পন্ন।
১.২. এখানে কাস্টমার একটি ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট সার্ভিস পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন যার সুনির্দিষ্ট চাহিদাবলী কাস্টমার দ্বারা সরবারহকৃত হবে এবং যা চুক্তি পত্রের অংশ হিসেবে গণ্য হবে।
এমতাবস্থায়, উপরে উল্লেখিত বিষয়াদি বিবেচনা পূর্বক উভয়পক্ষ নিন্মোক্ত বিষয়ে একমত পোষন করেনঃ
২. ওয়েবসাইট প্রস্তুতকরণ
২.১. ডেভেলপার নিয়োজিতকরণ
কাস্টমার এতদ্বারা ডেভেলপার এর সার্ভিস প্রাপ্তির লক্ষ্যে ডেভেলপারকে নিযুক্ত করেন যার উদ্দেশ্য হল একটি সম্পূর্ণ কার্যকরী ওয়েবসাইট ডিজাইনিং, প্রস্তুতকরণ, টেস্টিং এবং অনলাইনে আপলোড করণ। ওয়েব সাইটটির গঠন প্রক্রিয়া হল Hypertext Markup Language (HTML), JAVA Script, asp.Net and /or PHP and/or FLASH languages/GIF, mySQL and/or msSQL ( যেখানে যা প্রযোজ্য) যা উপরে উল্লেখিত সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী সার্ভার এ স্থানান্তকরণ, প্রয়োজনীয় সংযোগ ব্যবস্থাকরণ যা World Wide Web এ সম্পূর্ণ প্রস্তুত এবং ব্যবহার উপযোগী হবে।
২.২. কাস্টমার এর ডেলিভারি সংক্রান্ত দায়দায়িত্ব Handshake
এই চুক্তিনামা কার্যকর করণের ( ৭ ) দিনের মধ্যে ডেভেলপারের সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী কাস্টমার এর ডেলিভারি সংক্রান্ত দায়দায়িত্ব অর্থাৎ পাঠ্য উপকরণ, লোগো, ফটোগ্রাফ, অডিও ফাইল, ডাটাবেজ, ভিডিও ফাইল এবং অন্যান্য প্রয়োজনীয় সংশ্লিষ্ট বিষয়াদি যা ওয়েবসাইট উপাত্ত হিসেবে অন্তর্ভুক্ত থাকবে তা সরবরাহ করবেন। এরূপ সকল ওয়েবসাইট উপাত্ত কাস্টমার ইমেইলের মাধ্যমে সরবারহ করবেন। লোগো ফাইল জি আই এফ (GIF format) ফরম্যাটে, ফটোগ্রাফ JPG ফরম্যাটে, লিখিত পাঠ্য এম এস ওয়ার্ড (MS WORD Format) ফরম্যাটে কাস্টমার কর্তৃক ডেলিভারি হবে।
এক্ষেত্রে কাষ্টমার বর্ধিত-১ অংশে প্রদর্শিত কাস্টমার এর ডেলিভারি সংক্রান্ত দায়দায়িত্ব সম্পন্ন করণে যৌক্তিক ভাবে সচেষ্ট থাকবেন।
২.৩. লুকায়িত পাঠ্য (Hidden text)
কাষ্টমার কর্তৃক বিশেষভাবে অনুরোধ ব্যতীত ডেভেলপার কোনো প্রকার লুকায়িত পাঠ্য (Hidden text) অথবা কোড (Code) সংযোজন করবেন না।
২.৪. ডেভেলপমেন্ট চলাকালীন সময়ে সাইট পরিবর্তন
ওয়েব সাইট নির্মাণকালে কাস্টমার কর্তৃক ওয়েব সাইটটি পর্যবেক্ষনের নিমিত্তে ডেভেলপার একটি পাসওর্য়াড সংরক্ষিত প্রবেশাধিকার এর ব্যবস্থা গ্রহন করবেন।
ডেভেলপার ওয়েব সাইটটির অবস্থান এবং প্রবেশাধিকার পদ্ধতি কাস্টমারকে জানিয়ে দেবেন। কাস্টমারকে দেয়া পাসওর্য়াডটি হবে অনন্য এবং কাস্টমার ও ডেভেলপার উভয়পক্ষের কেউ অন্য কোনো পক্ষকে জানাবেন না।
২.৫. সম্পন্ন করণ ধাপসমূহ
ডেভেলপার বর্ধিত-২ অংশে প্রদর্শিত সম্পন্ন করণ সময় অনুযায়ী যৌক্তিক ভাবে সচেষ্ট থাকবেন। উভয়পক্ষ এই বিষয়ে মনস্থ করেন যে চুড়ান্তভাবে সম্পন্ন এবং ডেলিভারি তারিখ হবে বর্ধিত-২ অংশে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী।
তথাপি, কাস্টমার মেনে নিবেন এবং সম্মত হবেন যে প্রদানকৃত সুনির্দিষ্ট বিবরনীর মধ্যে, সাইট প্লান, মক আপস্ গ্রাফিকস অথবা ওয়েব সাইট সংশ্লিষ্ট অন্যান্য উপকরনের ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন অথবা ব্যত্যয় এবং কাস্টমারের দায়িত্ব পূরণে বিলম্ব, সাইট সূচী ডেলিভারি এবং দ্রুত পর্যবেক্ষণসহ সম্পন্ন কাজের উপর টিউমেন্ট করণের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব হলে সম্পন্নকরণ সময়সূচী বিলম্বিত হবে।
২.৬. ডেলিভারি পদ্ধতি
চুড়ান্তভাবে ওয়েবসাইটটি অনলাইনে আপলোড করণের মাধ্যমে কাস্টমারকে ডেলিভারি করা হবে।
২.৭. সংযোগ (Links)
কাস্টমারকে চুড়ান্তভাবে ওয়েবসাইট ডেলিভারি দেয়ার সময়ে ওয়েব সাইটের সূচীর সকল সংযোগ (Links) পরীক্ষা করে নিভূর্লতা নিশ্চিত করা হবে।
২.৮. গ্রহন করতে সম্মত হওয়ার সময়কাল
চূড়ান্তভাবে ওয়েবসাইটটি ডেলিভারি হওয়ার পর কাস্টমার ওয়েবসাইটটি পরীক্ষা করণের ক্ষেত্রে ডেভেলপার দিন সময় নির্ধারন করবেন। কাস্টমার ওয়েব সাইটে বিদ্যমান সূচীর কোনো অংশ ডেলিভারি হওয়ার দিনের পর প্রদানকৃত সুনির্দিষ্ট বিবরনীর ক্ষেত্রে অমত প্রকাশ করবেন না।
এক্ষেত্রে কাষ্টমার যদি দিন সময়কালের মধ্যে ডেভেলপারকে অত্র বিষয়ে অবহিত না করেন সে ক্ষেত্রে, কাস্টমার সার্বিকভাবে ওয়েবসাইটটি গ্রহণ করতে সম্মত হয়েছেন বলে বিবেচিত হবে।
২.৯. প্রদানকৃত সুনির্দিষ্ট বিবরনীর ভ্র্ম সংশোধন
কাস্টমার এর নিকট হতে লিখিত ভাবে অবহিত করনের মাধ্যমে কাস্টমার কর্তৃক প্রদানকৃত সুনির্দিষ্ট বিবরণীর কোনো অংশ সংশোধন পূর্বক উপযোজন এবং এরূপের সংশোধিত অংশ কাষ্টমারকে ডেলিভারির ক্ষেত্রে ডেভেলপার৭ দিন সময় পাবেন।
পূনঃপরীক্ষণ পরবর্তী প্রদানকৃত সুনির্দিষ্ট বিবরনীর সাথে বৈসাদৃশ্য পরিলক্ষিত হলে সেক্ষেত্রে কাস্টমার অবহিতকরণের জন্য ১৫ দিন সময় পাবেন।
২.১০. ওয়েব সাইটের ব্যাক-আপ কপি (Back –up Copy of Web Site)
কাস্টমার কর্তৃক চূড়ান্তভাবে ওয়েবসাইটটি গ্রহন করার পর গৃহীত ওয়েবসাইট সংশ্লিষ্ট ব্যাক-আপ ফাইল সমূহ ডেভেলপার কাস্টমারের ওয়েবসাইটের সকল কপি সার্ভারে সংরক্ষণ করবেন এবং (প্রযোজ্য ক্ষেত্রে) ১ম পক্ষের হোস্টিং সেবা নিতীমালা (Hosting Service Rule) অনুযায়ী ডেভেলপার কাস্টমারের ওয়েব সাইটের জন্য হোস্টিং সেবা প্রদান করবেন। সংরক্ষিত তথ্যের ক্ষতিগ্রস্থার ক্ষেত্রে ১ম পক্ষ দায়মূক্তি পাবেন।
২.১১. ডেভেলপমেন্ট এর পর্যায়। চালান
ওয়েব সাইট ডেভেলপমেন্ট বিভিন্ন পর্যায়ে সম্পন্ন করতে অতিরিক্ত অর্থ পরিশোধের আবশ্যিকতা দেখা দিলে ডেভেলপার লিখিত ভাবে জানাবে যে এই রূপের ডেভেলপমেন্ট সম্পন্ন হয়েছে এবং তা ডেলিভারি চালানসহ এ পর্যায়ের জন্য পরিশোধযোগ্য অর্থ পরিশোধের নিমিত্তে কাস্টমারকে অবহিত করবেন।
কাস্টমার এই চালান প্রাপ্তির ১০ দিনের মধ্যে ডেভেলপারকে উক্ত অর্থ পরিশোধ করবেন।
২.১২. ডেভেলপমেন্ট চলাকালীন ব্যয়সমূহ
উভয়পক্ষ সম্মত হন যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট সকল ব্যয় লাইসেন্সিং ফিস প্রয়োজনীয় সফটওয়ার, হার্ডওয়ার উপকরণসমূহ, যোগান সমূহ এবং ওয়েব সাইট ডেভেলপমেন্টের অন্যান্য সকল উপকরণ সমূহের খরচ পরিশোধের আওতাভূক্ত নয় বিবেচনাপূর্বক ডেভেলপার কর্তৃক উক্ত ব্যয় নির্বাহ এবং উপরের উল্লেখ অনুযায়ী নির্ধারিত ফি যা সম্পূর্ণ ব্যয় হিসাবে পরিগণিত তা কাস্টমার কর্তৃক পরিশোধিত হবে।
তথাপি ডিজাইন এবং ডেভেলপমেন্ট সেবা সমূহ, যথা- হোস্টিং, ডোমেইন নেম রেজিস্ট্রেশন, মার্কেটিং, সার্চ ইঞ্জিন প্লেসমেন্ট, এসইও এবং অন্য কোনো সেবা যা এই চুক্তি নামায় উল্লেখ অথবা আওতাভূক্ত নয় সে সকল ক্ষেত্র ব্যতীত সকল ব্যয়ের জন্য কাস্টমার দায়বদ্ধ।
২.১৩. সার্চ ইঞ্জিন প্রদান
এখানে উল্লেখ অনুযায়ী পরিশোধযোগ্য ডেভেলপমেন্ট ফি এর মধ্যে ডেভেলপার টি সার্চ ইঞ্জিন এর অতিরিক্ত কোনো সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের সাথে প্রদান করবেন না।
কোনো অতিরিক্ত সার্চ ইঞ্জিন প্রদানের প্রয়োজন হলে তা পক্ষদ্বয়ের মধ্যে পৃথক চুক্তিনামার মাধ্যমে সম্পন্ন হবে এবং তা এখানে অন্তর্ভূক্ত হবে না।
২.১৪. ডেভেলপারের প্রচারণা
২.১৪.১. ডেভেলপার কর্তৃক কাস্টমারের কাজ তালিকাবদ্ধকরণ
ওয়েব সাইটের কাজ সম্পন্ন এবং চূড়ান্তভাবে কাস্টমার কর্তৃক গৃহীত হওয়ার পর কাস্টমার এবং কাস্টমারের ওয়েবসাইটটি ডেভেলপারের ওয়েব সাইটে তালিকাবদ্ধ করার এবং এর যে কোনো মার্কেটিং ও অ্যাডভারটাইজিং এর জন্য অনুমোদনপ্রাপ্ত হবে।
ডেভেলপারের ওয়েব সাইটের উপকরণসমূহের সাথে কাস্টমারের ওয়েব সাইটের সংযোগ স্থাপনের জন্য হাইপারটেক্সট লিংক (hypertext link) সংযুক্ত হবে।
২.১৪.২. ডেভেলপারের ওয়েব সাইট বিষয়ক সুনাম (credit)
ওয়েব সাইটের কাজ সম্পন্ন এবং চূড়ান্তভাবে কাস্টমার কর্তৃক গৃহীত হওয়ার পর এবং ওয়েব সাইটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করারদিন থেকে কাস্টমার তার ওয়েব সাইটের হোম পেজে ডেভেলপারের ওয়েব সাইট বিষয়ক সুনাম (credit) অন্তুর্ভূক্ত করবেন।
ডেভেলপারের সুনাম (credit) ডিজাইন করা এবং হোমপেজে স্থাপন করার কাজটি ডেভেলপার যৌক্তিকভাবে কাস্টমারের নিকট গ্রহন যোগ্য হয় এরূপে সম্পাদন করবেন। এই সুনাম (credit) এর সাথে ডেভেলপারের ওয়েবসাইট হাইপারটেক্সট লিংক (hypertext link) দ্বারা সংযুক্ত থাকবে।
২.১৫. ওয়েব সাইটের মালিকানা সত্ত্ব
২.১৫.১. ওয়েব সাইট প্রস্তুতকরণ কাজটি পারিশ্রমিক দিয়ে নিযুক্তকরণ হিসেবে গণ্য ডেভেলপার সম্মত হন যে ওয়েব সাইটের সকল উপকরণ সমূহ যা ডেভেলপার কর্তৃক নির্মিত সংশ্লিষ্ট সূচী, টেক্সট, signing-contract-with-fountain-pen-icon গ্রাফিকস, লোগো, কোড, স্ক্রীপ্ট, অ্যালগরিদম, অডিও, ভিডিও এবং অন্যান্য উপকরণসমূহ ‘কাজের পারিশ্রমিক দিয়ে নিযুক্তকরণ’ হিসেবে পরিগণিত হবে।
এক্ষেত্রে কাস্টমার সকল উপকরণ সমূহের এককভাবে সকল মালিকানা সত্ত্বের অধিকারী হিসেবে বিবেচিত হবে। কাজের পারিশ্রমিক দিয়ে নিযুক্তকরণ হিসেবে উল্লেখিত পরিভাষা কপিরাইট অ্যাক্ট অনুযায়ী এর অর্থ সংজ্ঞায়িত হবে। ডেভেলপার মেনে নেন এবং সম্মত হন যে ওয়েব সাইট সূচীর উপর কাস্টমারের একক অধিকার থাকবে।
২.১৫.২. সাধারণ আইন দ্বারা স্বত্ত্বত্যাগ
ডেভেলপার এতদ্বারা কাস্টমারকে ওয়েব সাইট সূচী যার মধ্যে অর্ন্তভূক্ত ওয়েব সাইট সূচীর অধীন রাষ্ট্রীয় আইন, সংবিধি বা লিখিত আইন দ্বারা কৃত, অথবা ব্যবসায়িক গোপনীয়তার অধিকার, ব্যক্তিগত অধিকার, নৈতিক অধিকার, অথবা সংশ্লিষ্ট অধিকার সমূহের ক্ষেত্রে স্বত্ত্বত্যাগ, হস্তান্তর এবং স্থানান্তর করবেন।
২.১৫. ৩. ডকুমেন্টস্ এবং অ্যাক্টস্ এর প্রমাণ প্রতিষ্ঠাকরণ
এখানে নির্ধারিত সময়ের মধ্যে এবং এরপর যে কোনো সময়ে কাস্টমারের যৌক্তিক অনুরোধে ডেভেলপার কাস্টমারের ওয়েব সাইটের যর্থাথ অধিকার প্রতিষ্ঠা করতে অধিকতর ডকুমেন্টস্ এবং অতিরিক্ত কার্য সম্পাদন করবে। শুধুমাত্র নিয়োজিত অধিকার প্রতিষ্ঠায় নয়, এর মধ্যে কপিরাইট নিবন্ধিতকরনের সহায়তা এবং মালিকানা স্বত্ত্বের অধিকারের সহায়তা, স্বত্ত্বত্যাগ সম্পাদন এবং মৌলিকত্বের সনদসমূহ এবং যে কোনো প্রকারের যৌক্তিক কাজের ডেভেলপার কর্তৃক অনুরোধ অর্ন্তভূক্ত হবে।
২.১৬. ডেভেলপার কর্তৃক নিবেদন এবং ওয়ারেন্টি সমূহ
ডেভেলপার নিচের বিষয় সমূহ নিশ্চিত করেঃ
২.১৬. ১. পূর্ণ ক্ষমতা
ডেভেলপারের এখানে রয়েছে পূর্ণ ক্ষমতা এবং এই চুক্তিতে আবধ্য হওয়ার বিধি সংগত ক্ষমতা এবং ওয়েবসাইটের সূচীসহ কাস্টমারকে প্রদান করার একক অধিকার।
২.১৬.২. কোনো পূর্ব শর্ত এবং নিয়মলঙ্ঘন
এখানে ওয়েব সাইটটি ক্ষতিগ্রস্ত হয় এরুপের কোনো পূর্ব স্বত্ত্ব, দায় অথবা নিরাপত্তা স্বার্থ নেই। ওয়েবসাইটের আভ্যন্তরীন বিষয় সমূহ কোনো তৃতীয় পক্ষের মালিকানা অধিকার এর আইন ভঙ্গ করবে না।
২.১৬. ৪. সর্বশেষ সংস্করন অনুসারে
এই ওয়েবসাইটের সকল উপকরণসমূহ এবং কাজসমূহের সমরুপতা হবে Google Chrome and Mozilla Firefox এ ব্যবহারের উপযোগী সর্বশেষ সংস্করন।
৩. অর্থ তফসিল money matter
৩.১
ডেভেলপমেন্ট পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট বাবদ ওয়েবসাইটটির সর্বমোট মূল্য (ভ্যাট ব্যতীত) টাকা কাস্টমার কতৃক পরিশোধিত হবে।
৩.২
চুক্তিনামা কার্যকরী হওয়ার শুরুর দিনে অগ্রীম হিসেব ৫০% টাকা কাস্টমার ডেভেলপারকে পরিশোধ করবেন।
৩.৩
চুক্তিবদ্ধ পরিশোধযোগ্য বাকী টাকা ডেভেলপমেন্ট সম্পন্ন হওয়ার ৭ দিনের মধ্যে কাস্টমার ডেভেলপারকে পরিশোধ করবেন। উল্লেখ থাকে যে, ডেভেলপমেন্ট সম্পন্ন হবার পর কাস্টমার কতৃক তথ্য প্রদানে বিলম্ব হলে তারজন্য চুক্তিবদ্ধ অর্থ পরিশোধে কাস্টমার বিলম্ব করবেন না।
৩.৪
কাস্টমার সিকিউরিটি ডিপোজিট হিসেবে কোনো অর্থ কর্তন করে রাখবেন না।
৩.৫
বিক্রয়োত্তর সেবা অর্থাৎ হালনাগাদ ও মেইনটেন্যান্স হিসেবে, মাসিক ২০০০ (দুই হাজার) টাকা হারে, বছরঅন্তে হালনাগাদ ও মেইনটেন্যান্স সেবা ফি হিসেবে কাস্টমার ডেভেলপারকে পরিশোধ করবেন। *আলোচলা সাপেক্ষে
৩.৬
ডোমেইন এবং হোস্টিং ফি ডেভেলপার এক বছরের জন্য ফ্রি হিসেবে প্রদান করবে। *শর্তপ্রযোজ্য
ডোমেইন এবং হোস্টিং নীতিমালা- ১। hostbuzz.co.uk সেবা পাবার শর্ত
৪. গোপনীয়তা রক্ষা
পক্ষদ্বয় সম্মত হন যে এখানে উল্লেখিত সম্পর্ক কালীন সময় যার মাধ্যমে চুক্তিবদ্ধ এবং তথ্যাবলী ব্যবহারের অধিকার confidential প্রাপ্ত তা অন্য পক্ষের নিকট গোপনীয় এবং কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ।
পক্ষদ্বয় প্রত্যেকে সম্মত হন যে অপর পক্ষের নিকট হতে প্রাপ্ত তথ্য সমূহ তারা কঠোরভাবে গোপনীয়তারক্ষা করবেন।
তারা গোপন তথ্য সমূহ তৃতীয় কোনো পক্ষের নিকট প্রকাশ করবেন না, এই সকল তথ্য সমূহ তাদের নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করবেন না এবং এই গোপন তথ্য সমূহ তারা সংরক্ষন করবেন যেমন ভাবে তারা নিজেদের গোপন তথ্য সমূহ সংরক্ষন করেন।
৫. নিরুপিত কাল এবং সমাপ্তকরণ
৫.১. এই চুক্তিনামা তারিখ হতে কার্যকরী হবে এবং তারিখ পর্যন্ত এর কার্যকারীতা থাকবে।
৫.২. ডেভেলপারকে নোটিস পাঠানোর উপর ভিত্তি করে যদি ডেভেলপার প্রকৃতভাবে চুক্তির বিবরণ অনুযায়ী কোনো ধারাবাহিকতা ভঙ্গ করে অথবা ডেভেলপার যদি অসমর্থ হয় অথবা সেবা প্রদানে প্রত্যাখান করে তাহলে কাস্টমার এই চুক্তিনামার সমাপ্তি ঘোষণা করতে পারেন।
৫.৩. এই চুক্তিনামা সমাপ্তকরনের তারিখ হতে সমস্ত আইনগত বাধ্যবাধকতা অধিকার এবং কর্তব্য যা এই চুক্তিনামা অনুযায়ী করণীয় তা সমাপ্ত হিসেবে গণ্য হবে শুধুমাত্র নিচের উল্লেখসমূহ ব্যতীতঃ
(ক) ডেভেলপারের কোনো প্রাপ্য পাওনা থাকলে তা কাস্টমার প্রদান করতে বাধ্য থাকবেন।
(খ) গোপনীয়তা সংরক্ষণ, মালিকানা অধিকার শর্তাবলী এবং স্বাধীন ঠিকাদার সংক্রান্ত চুক্তিসমূহ বলবৎ থাকবে।
৬. নোটিস সমূহ
এই চুক্তিনামার নিরুপিত সময়কাল অনুযায়ী সকল নোটিস অথবা তথ্য পাঠানোর জন্য ইমেইলের মাধ্যমে যোগাযোগ কার্যাবলী সম্পাদিত হবে। এক্ষেত্রে জন্য নিচের ঠিকানা ব্যবহৃত হবে:
ডেভেলপারঃ (ইমেইল ঠিকানা)
কাস্টমার : (ইমেইল ঠিকানা)
৭. স্বাধীন ঠিকাদারের মর্যাদা
উভয় পক্ষ সম্মত হন যে ডেভেলপার হচ্ছেন একজন স্বাধীন ঠিকাদার এবং কাস্টমারের কোনো এজেন্ট, কর্মচারী অথবা প্রতিনিধি নন। কাস্টমারের ডেভেলপারের কাজের ক্ষেত্রে নির্দেশনা এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো অধিকার নেই।
কাস্টমার কর্মচারীদের যে সকল সুবিধা প্রদান করেন এধরনের অথবা কোনো নিয়ম বর্হিভূত সুবিধা ডেভেলপার গ্রহণ করবেন না এবং ডেভেলপার সম্মত হন যে নির্ধারিত কাজ সম্পাদনের জন্য সমুদয় সকল ব্যয়ের ক্ষেত্রে চুক্তিনামায় নতুন কোনো সংশোধনী ব্যতীত ডেভেলপার দায়বদ্ধ থাকবেন।
পরিশোধিত মূল্যের উপর সকল কর প্রদানের ক্ষেত্রে কাস্টমার দায়বদ্ধ থাকবেন এবং ডেভেলপারের প্রদানযোগ্য করের ক্ষেত্রে কাস্টমারের কোনো বাধ্যবাধকতা নেই।
৮. মধ্যস্থতা
এই চুক্তিনামায় বিশেষভাবে উল্লেখব্যতীত পক্ষদ্বয় সম্মত হন যে কোনো প্রকারের বিবাদ অথবা বিরোধ উত্থিত হলে যা এর ব্যাখ্যার সাথে সম্পর্কিত, মেয়াদকাল, র্নিমাণ, কার্যাবস্থা, চুক্তিনামা সমাপ্তকরণ এর ক্ষেত্রে বাংলাদেশের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মধ্যস্থতা অনুষ্ঠিত হবে। মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত চূড়ান্তবলে পরিগণিত হবে।
বিচার কার্যের জন্য মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত আদালতে প্রেরণ করা যেতে পারে। পক্ষদ্বয় এরুপের মধ্যস্থতার জন্য নিজ নিজ এটর্নি ফি প্রদান করবেন কিন্তু মধ্যস্থতার নিমিত্তে অন্যান্য খরচসমূহ সমানভাবে ভাগ করে নিবেন।
৯. আইন প্রয়োগ
এই চুক্তিনামার শর্তবলী বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষন পূর্বক উভয় পক্ষ সম্মতি প্রদান করেন যে সকল ক্ষেত্রে বাংলাদশের রাষ্ট্রীয়আইন প্রয়োগ করা হবে। সকল মোকদ্দমা বাংলাদশের রাষ্ট্রীয়আইন অনুযায়ী যে কোনো কোর্টে উত্থাপিত হওয়ার জন্য অনুমোদন প্রাপ্ত হবে।
১০. সম্পূর্ণ চুক্তিনামা
এই চুক্তিনামা সম্পূর্ণ চুক্তিনামাকে ধারণ করে এবং এখানে উল্লেখিত সকল বিষয় সমূহ কার্যকর করা এবং পরির্বতন করতে আলোচনা, প্রস্তাব, পারস্পরিক বোঝাপরা করতে হলে এই চুক্তির সাথে সর্ম্পকিত পক্ষসমূহের বিষয় হিসেবে তা বিবেচিত হবে।
এই চুক্তিনামা পরিবর্তন, পরিবর্ধন অথবা সংশোধন হতে পারে, শুধুমাত্র লিখিত আকারে চুক্তির মাধ্যমে যা উভয় পক্ষের যথাযথ কতৃপক্ষ কর্তৃক কার্যকরী হবে।
যদি এখানে উল্লেখিত কোনো শর্ত অবৈধ অথবা অপ্রয়োগযোগ্য বলে আদালত দ্বারা প্রতীয়মান হয় তাহলে শুধুমাত্র আদালত নির্ধারিত চুক্তিনামার ঐ শর্ত অবৈধ অথবা কার্যকারীতা অপ্রয়োগযোগ্য হবে এবং এই চুক্তিনামা শুধুমাত্র অবৈধ অথবা অপ্রয়োগযোগ্য শর্তাবলী ব্যতীত অন্যান্য সকল ধারার ক্ষেত্রে প্রয়োগযোগ্য হিসেবে বিবেচিত হবে।
১১. সময়কাল
উভয় পক্ষ সম্মত হন যে এই চুক্তির সময়কাল এবং ডেভেলপ করার ক্ষেত্রে ব্যর্থতা, এবং ডেলিভারির সিডিউল অনুযায়ী উল্লেখিত ডেলিভারির প্রদাণ যোগ্য বিষয় সমূহ দিতে ব্যর্থ হওয়ার পরিণাম হল কাস্টমারের ব্যয় এবং ক্ষতি। এই ক্ষতিপূরণ দিতে ডেভেলপার বাধ্য থাকিবে।
অন্যদিকে কাষ্টমার সৃষ্ট কোনো কারণে যদি ডেভেলপমেন্ট বিলম্ব হয় তা ডেভেলপারের ব্যয় এবং ক্ষতি হিসেবে বিবেচিত হবে এবং এই ক্ষতিপূরণ দিতে কাষ্টমার বাধ্য থাকবে।
১২. শিরোনাম সমূহ
এই চুক্তিনামায় উল্লেখিত ধারাগুলোর শিরোনাম সমূহ শুধুমাত্র রেফারেন্স এর উদ্দেশ্যে ব্যবহার হয়েছে এবং এই চুক্তিনামার অর্থ অথবা ব্যাখ্যাকে পরিবর্তন করবে না।
*কার্যকর হওয়ার তারিখ ১০ ফেব্রুয়ারী, ২০২০ | সংশ্লিষ্ট দেশের ভার্সন: বাংলাদেশ